কবিতা:- মুক্ত
- আইমান আহমেদ নাফি ১৯-০৫-২০২৪

আমি ব্যস্ত হলেই, তুমি মুক্ত!
মুক্ত মানেই, মনে না পরা,
মনে না করা! খবর না নেওয়া!
মুক্ত মানে, তোমাকে ছাড়া!
একটা অলস দুপুর।
একটা শূন্য ঘন অন্ধকার রাত!
আর এক মুঠো জোৎস্নাহীন,
চাঁদের আলো...
মুক্ত মানে, তোমার আমার
ব্যবধান - দূরুত্ব!
মুক্ত মানে, অবহেলা!
মুক্ত মানে, ১০৩ ডিগ্রি জ্বর!
তারপরও মিথ্যা বলা!
মুক্ত মানে, চায়ের কাপে,
চিনি কম হওয়া বলা!
তরকারি তে নুন কম হওয়া!
মুক্ত মানে,
তোমাকে কাছে পাওয়ার
অহেতুক ইচ্ছে গুলোর ডানা মেলা...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।